পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে নওগাঁর পোরশা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সারাইগাছী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নওগাঁ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাহ্।
কেকে/এমএ