শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
কালাইয়ে শিক্ষককে বেধড়ক মারধর, দুই ভাইয়ের জেল
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে হাতিয়র কামিল মাদ্রাসার এক শিক্ষার্থীর কামিল বিভাগে ভর্তির জমাকৃত কাগজপত্র ফেরত চাওয়া নিয়ে ওই মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপককে বেধড়ক মারধর করেছে ওই শিক্ষার্থীর স্বামী ও দেবর। পরে আহত সহকারি অধ্যাপককে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাকে মারধরের ঘটনা বাহিরে জানাজানি হলে উত্তেজিত জনতা ওই শিক্ষার্থীর স্বামী, দেবর ও শুশুরকে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রাখেন। 

এ অবস্থায় মার্কেটের বাহিরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে উত্তেজনা বিরাজ করলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে দুই ভাইকে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে কালাই আহলে হাদীদ মসজিদ মার্কেটে এ ঘটে।
 
আহত মাওলানা সেলিম রেজা হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক ও কালাই আহলে হাদীস জামে মসজিদের খতিব। পাশাপাশি এলাকার ২২টি মসজিদের সংযুক্ত কালাই আহলে হাদীস ঈদগাঁ মাঠের খতিবও তিনি। এছাড়া কালাই আহলে হাদীস মসজিদ মার্কেটে তিনি কাপড়ের ব্যবসায়ও করেন।  

দন্ডপ্রাপ্তরা হলেন কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লার আব্দুন নুরের দুই ছেলে আব্দুল্লা আল মাহমুদ (৩৮) ও নুর মোহাম্মদ ওরফে নুরনবী (৩৫)। 

মাদ্রাসা, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লা আল মাহমুদের স্ত্রী মৌসুমী আক্তার হাতিয়র কামিল মাদ্রাসা থেকে ২০২৩ সালে কামিল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। সে সুবাদে বৃহস্পতিবার সকালে আব্দুল্লা আল মাহমুদ হাতিয়র কামিল মাদ্রাসায় পাশের যাবতীয় কাগজপত্র নিতে যায়। সেখানে সব কাগজপত্র প্রস্তুত করে দিলেও জমা দেওয়া ফাজিল পাসের কাগজপত্র ফেরত দিতে পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। এ নিয়ে মাদ্রাসায় আরবি বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা ফারুক হোসেন ও মাওলানা সেলিম রেজার সাথে তর্কে জড়ান মাহমুদ। একপর্যায়ে মাহমুদ সেখান থেকে চলে আসেন। বিকালে সেলিম রেজা মাদ্রাসা থেকে তার ব্যবসায় প্রতিষ্ঠান কালাই আহলে হাদীস মসজিদ মার্কেটে আসেন। দোকান খুলে তিনি সামনের একটি দোকানে বসেন। একই মার্কেটে কাপড়ের ব্যবসায় করেন অভিযুক্ত আব্দুল্লা আল মাহমুদও। সকালে মাদ্রাসায় তর্কের জের ধরে বিকালে মাহমুদ, তার ছোট ভাই নুরনবী ও তাদের বাবা আব্দুন নুর মিলে মাওলানা সেলিমকে সেখানে ঘেরাও করে বেধড়ক মারধর করতে থাকেন। একপর্যায়ে তিনি মার্কেটের গলিতে পড়ে যান। তাদের মারধরে ভেঙ্গে যায় তার এক হাত। 

এ অবস্থায় বিষয়টি বাহিরে জানাজানির একপর্যায়ে উত্তেজিত জনতা কালাই আহলে হাদীস মসজিদ মার্কেটের মধ্যে অবস্থান নিয়ে বাবা ও দুই ভাইকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এসে উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্ত দুই ভাই আব্দুল্লা আল মাহমুদ ও নুর মোহাম্মদ ওরফে নুরনবীকে উপজেলা পরিষদের কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকেই ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। 

এ নিয়ে আহত সেলিম রেজার প্রতিনিধি শামীম আহম্মেদ বলেন, ‘সেলিম হুজুরের অবস্থা ভাল না। তাকে কালাই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে ঘটনা আজ তারা ঘটিয়েছে তা খুবই ন্যাক্কারজনক। তাদেরকে জেল দিলেই হবে না, এই মার্কেট থেকে তাদের দোকানঘর বরাদ্দ বাতিল করতে হবে। আমরা হুজুরের পক্ষ হয়ে মার্কেটের সাধারণ সম্পাদককে বিষয়টি জানিয়েছি। তা না করা হলে প্রয়োজনে মার্কেট বন্ধ করতে যা করা প্রয়োজন তাই করা হবে।’

এ ব্যাপারে হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার বিষয় মাদ্রাসাতেই সমাধান হবে, রেজিস্ট্রেশন কার্ড অফিসে না পাওয়া গেলে তার ব্যবস্থা করা হবে। এর দায়তো আর ওই সহকারি অধ্যাপকের নয়, এর জন্য তাকে কেন জনসম্মুখে মারধর করা হলো। মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে যাওয়া হবে।’   

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার পর থেকে কালাই আহলে হাদীস মসজিদ মার্কেট বন্ধ রয়েছে।’

কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান বলেন, ‘অভিযুক্ত দুই ভাইকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে। মার্কেটের পরিচালনা কমিটি কি ব্যবস্থা নেয়, তার উপর আমরা নজর রাখছি।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  কালাই   শিক্ষককে মারধর   জেল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close