দুর্গাপূজা উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়িতে বিজিবির আর্থিক সহায়তা
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ পিএম

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই মন্দিরে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি জোনের (১১ বিজিবি) ব্যবস্থাপনায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের শ্রী শ্রী হরি মন্দির ও বাইশারী ইউনিয়নের শ্রী শ্রী দূর্গা মন্দিরে জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস।
এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কেকে/ এমএ