‘বাংলাদেশে রুপান্তরকালীন ন্যয্যতার অভিমূখে ২০২৫’- স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বৈষম্য দূরিকরণের লক্ষ্যে সাতক্ষীরার তালায় জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সংলাপে সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি ও উন্নয়ন সংগঠনসহ জলবায়ু কর্মীরা অংশ নেন।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এ সংলাপের আয়োজন করে।
রিইব’-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক সুরাইয়া বেগমের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন তালা মহিলা বিষয়ক অধিপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ম্যাপ’র সেক্রেটারি জুলফিকার রায়হান, সাস’র প্রতিনিধি রুহুল আমীন, অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়রনা রানী দাস, গ্রীন ম্যান’র ইমরান রাব্বী ও মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রিইব’র প্রোগ্রাম অফিসার নাভিদ আনজুম হাসান, এনিমেটর সুব্রত দাস, রিইব’-এর হোপ প্রকল্পের সমন্বয়ক বিকাশ দাস ও চৈতন্য কুমার উপস্থিত ছিলেন।
সংলাপে জলবায়ু পরিবর্তনজনীত বৈশ্বিক সংকট, আমাদের দেশের সমস্যা, জেন্ডারভিত্তিক বৈষম্যের মধ্যকার গভীর সম্পর্ক অনুধাবন এবং সমন্বিত সমাধানে স্থানীয় অংশগ্রহণ ও নেতৃত্বকে শক্তিশালী করাসহ নারীর নেতৃত্ব, সামাজিক সংগঠনের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালার কথা বলা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত তালা উপজেলার জলাবদ্ধতা, লবণ পানির আধিক্যতা, সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর আলোচনা হয়।
কেকে/এমএ