পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, ‘বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।’
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর বুধবারই পিরোজপুরে প্রথম পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য কিসমত।
বলে রাখা ভাল, কয়েক দিন আগে পিরোজপুর সদর থানা বিএনপির সম্মলনে ভোট গ্রহণকালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর পিরোজপুর জেলা বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
সভায় এসএম সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘তারেক রহমান নতুন একটি কমিটি উপহার দিয়ে আপনাদেরকে খুশি করেছেন। অতএব তাকেও আগামী নির্বাচনে আমাদেরকে খুশি করতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা বলছেন, নজরুল-কিসমত পরিষদ সবার সেরা পরিষদ। এই কমিটি ঘোষণা দিয়েছেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কমিটি ঘোষণা দিয়েছেন। ক্রান্তিকালে এই কমিটি দেওয়া হয়েছে, সামনে নির্বাচন আবার দলের পুনর্গঠন, এ রকম একটি গুরুত্বপূর্ণ সময়ে আগামী নির্বাচনে উনাকে আমরা তিনটি আসন উপহার দিব।’
সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘পিরোজপুরে যেখানে সাংগঠনিক শূন্যতা আছে, নেতৃত্বের দুর্বলতা আছে, আমরা সবকিছু পূরণ করে কিভাবে সততার সাথে ঈমানী দায়িত্ব পালন করতে পারি, সে বিষয়ে আপনাদের সহযোগিতা আশা করি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নির্বাচনে মাঠে নামলে, কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। ইতোমধ্যে যারা বিজয় উল্লাস করার জন্য অপেক্ষা করছেন, তাদের ভোট কি আমাদের চেয়ে বেশি?’
সভায় বক্তব্য দেন নবনির্বাচিত নির্বাচিত কমিটির আহ্বায়ক জরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। এর আগে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫টি পথসভায় মিলিত হন।
কেকে/ এমএ