খাগড়াছড়ি সদরের ৮ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান আদিবাসী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে দিনদিন ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, ধর্ষনকারীদের যথাযথ বিচার না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে।
এসময় বক্তারা আরো বলেন, বান্দরবানে আদিবাসী শিক্ষার্থীরা নানাভাবে হয়রানি হচ্ছে আর দিনদিন পাহাড়ে বাড়ছে ধর্ষণের মাত্রা। এসময় বক্তারা খাগড়াছড়ি সদরের ৮ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানান এবং দ্রুত সময়ে সকল ধর্ষককে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জামাধন তংচংঙ্গ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান সদর থানার সভাপতি উবাথোয়াই র্মামা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশন এর সদস্য পায়া ম্রো, শিক্ষার্থী এডিশন চাকমা, জেমস বমসহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়ি সদরে এক কিশোরীকে ধর্ষণ করা হয় বলে তার স্বজনেরা জানান এবং অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনার পর তার বাবা খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
কেকে/ এমএস