শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চলতি বছরে ঢাকা জেলার মে ও জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

নিষ্ঠা, দায়িত্বশীলতা, সেবামূলক কর্মকাণ্ড এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছেন।

সাভার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ওসি জুয়েল মিঞার ভূমিকা বিশেষভাবে প্রশংসা করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

শুধু পুলিশ প্রশাসনই নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা বলছেন, তার পদক্ষেপে বাজার এলাকায় চুরি-ছিনতাই অনেক কমেছে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, সন্তানরা এখন আগের তুলনায় নিরাপদে যাতায়াত করতে পারছে। আর শ্রমজীবী সাধারণ মানুষ জানান, থানায় এসে সহজেই সেবা পাওয়া যাচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে না।

স্থানীয়রা জানান, ওসি জুয়েল মিঞা থানাকে জনবান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। জনগণ যাতে সহজেই থানায় এসে সেবা নিতে পারে, সেই পরিবেশ তিনি গড়ে তুলেছেন। তার এই প্রচেষ্টায় পুলিশের প্রতি মানুষের আস্থা আর বেড়েছে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, পুরো সাভার মডেল থানার টিমের সম্মিলিত প্রচেষ্টার ফসল। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী দিনে তিনি আরো দায়িত্বশীলভাবে কাজ করে সাভারকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করবেন-এমন প্রত্যাশা করা হচ্ছে।

কেকে/বি
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close