দোকানে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন বহিষ্কার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম

ছবি: প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাসকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জিয়া মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক শাহ আলমের যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় রিপন চন্দ্র দাসকে জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক পদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসিতে ঢুকে তান্ডব চালান জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। এ সময় দোকান মালিক পল্লী চিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।
এর পর রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেট থেকে রিপনকে গ্রেফতার করে।
কেকে/ এমএ