নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় ৪০০০ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড উদ্ধার করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব এনআইডি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, চার হাজার এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সবগুলো কার্ড গাজীপুর সদর এলাকার। এগুলো আমাদের এখানকার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্ডগুলো পুরোনো এবং পরিত্যক্ত। এগুলো স্মার্টকার্ড নয়। তবে এগুলো ময়লা আবর্জনা স্তূপে থাকার কথা নয়। গাজীপুর থেকে কীভাবে নারায়ণগঞ্জে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে উদ্ধার হওয়া সব এনআইডি কার্ড নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে।
তিনি বলেন, আমাদের কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ঠিকাদারের মাধ্যমে এসব কার্ড এক স্থান থেকে আরেক স্থানে সরানো হয়। তবে এগুলো কিভাবে ময়লা স্তূপে পড়েছিল সেটা খতিয়ে দেখার বিষয় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি দ্রুত স্টেডিয়ামের সামনে এসে বস্তাগুলো ফেলে যায়। স্থানীয়রা প্রথমে ময়লার বস্তা ভেবে গুরুত্ব না দিলেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তাগুলো খুলে ভেতরে প্রচুর এনআইডি কার্ড দেখতে পান তারা।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান খোলা কাগজকে বলেন, ‘আমি এখন একটি জরুরি মিটিংয়ে আছি। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত পরে জানানো হবে।’
কেকে/ এমএস