যুবদল নেতা ইসহাক সরকার জামিনে মুক্ত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ পিএম

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করলে ছয়টি মামলায় ২২ বছরের সাজা মাথায় নিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। পরে উচ্চ আদালত থেকে জামিন লাভের পর তিনি মুক্তি পান।
তার বিরুদ্ধে মোট ৩৬৫টি মামলা রয়েছে। ইসহাক সরকারের অভিযোগ- এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছিল।
মুক্তির সময় হাজারো নেতাকর্মী গাড়িবহর নিয়ে কারাগারের গেটে উপস্থিত হন। ফটক দিয়ে বের হতেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
কারাগার থেকে বের হয়ে ইসহাক সরকার বলেন, ‘সব মামলা মিথ্যা ও সাজানো।’
তিনি রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় ঢাকা মহানগর ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএ