বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার ফিরে পাবে। গণতন্ত্র রক্ষা পাবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে।’
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মঙ্গলকোট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বৈঠকে আবুল হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন সংগ্রামের যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি।’
ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী।
বৈঠকে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চুয়াডাঙ্গা কালী মন্দির চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কেকে/এমএ