মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক সম্রাট হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি স্বপন মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্বপন মিয়া পৌর এলাকার সোনার বাংলা রোডের বাসিন্দা মৃত ছিদ্দিক মিয়ার পুত্র।
জানা যায়, শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানের নেতৃত্বে শুক্রবার রাতে শ্রীমঙ্গল শহরে পরিচালিত অভিযানে স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাত সাড়ে ১০টায় সোনার বাংলা রোডে স্বপন মিয়ার বাড়ির সামনে থেকে ইয়াবাসহ আকাশ দাশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন স্থানীয়রা। তখন ঘটনাস্থল থেকে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া পালিয়ে যায়। ওই ঘটনার বিষয়ে আটককৃত আসামীসহ আকাশ দাশসহ পলাতক আসামী স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা রুজু হয়। স্বপন মিয়া ওই মামলার পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’
কেকে/ এমএ