পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর আকবর পাড়া ইউনিটি ক্লাবের উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) ও মরহুম বশর মানিক-মরহুম বজল ফকিরের ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আধুনগর আকবর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী (এমপি)।
আকবর পাড়া ইউনিটি ক্লাবের প্রচার সম্পাদক শহিদুল আনোয়ারের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজ্বী আব্দুল মান্নান। আমন্ত্রিত বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাহমুদুল হক ওসমানি, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের, ক্বারী নুরুচ্ছোলতান প্রমূখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, আধুনগর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদের, বিশিষ্ট সমাজসেবক হাজ্বী শামসুল ইসলাম, হাজ্বী খোরশেদ আলম, চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট সাদ্দাম হোসেন আজাদ, বিশিষ্ট সমাজসেবক হাজ্বী ইকবাল হোসেন, সমাজসেবক মফিজুর রহমান, হাফেজ মাওলানা চুনতী তাজভীদুল কুরআন হিফয খানা ও একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মূসা তুরাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্রতা বলতে আমরা সচরাচর বাহ্যিক পরিচ্ছন্নতাকেই বুঝি। কিন্তু ইসলামে পাক পবিত্রতার ব্যাপক পরিধি রয়েছে। তারমধ্যে অন্যতম হল হালাল ইনকাম করে ভোগ করতে পারাটা। হারাম ইনকাম করে ঐ উপার্জনের টাকায় কিছু খেলে শরীরে হারাম প্রবেশ করে। আর এ হারাম শরীরে কখনই ইবাদত কবুল হবে না। তাই আমাদের সকল বিষয়ে পরিচ্ছন্ন থেকে সুন্দর পবিত্র জীবনধারণের চেষ্টা করতে হবে। তবেই আমরা একজন খাঁটি মুসলিম হিসেবে পরিগনিত হব।
কেকে/বি