বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) ১৯ সেপ্টেম্বর নির্বাচনসহ সকল কার্যক্রমের ওপর রুল জারি করেছেন হাইকোর্ট।
সম্প্রতি সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্সের (ফারিয়া) দায়ের করা রিট (পিটিশন নং ১৫২৭৮/২০২৫) শুনানি শেষে আদালত বলেছেন—
কেন “বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া” নামে অবৈধ সংগঠন কর্তৃক ঘোষিত নির্বাচন তফসিল (১৯ সেপ্টেম্বর) অবৈধ ঘোষণা করা হবে না, তা সরকার ও জয়েন্ট স্টককে ব্যাখ্যা করতে হবে। অবৈধ সংগঠনটির কার্যক্রম বন্ধ করা হবে না কেন, সেই কারণও দেখাতে হবে। একইসঙ্গে সরকার ও জয়েন্ট স্টককে নির্দেশ দেওয়া হয়েছে, পিটিশনার কর্তৃক দাখিল করা অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে।
মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।
ফারিয়া (PHAREA) মনে করে, এ আদেশ প্রমাণ করেছে যে দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং অবৈধ কোনো সংগঠন বৈধ সংগঠনের নামে কার্যক্রম চালাতে পারবে না।
আমরা সকল সদস্য ও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানাচ্ছি— বৈধতার পথে থাকুন, সংগঠনের ঐক্য দৃঢ় করুন, এবং বিভ্রান্তিমূলক অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কেকে/এজে