আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনসহ ধনবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্য বিবাহ, ঘুষ কারবারি বন্ধসহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ হুঁশিয়ারি দেনন।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মো. শাহীন মাহমুদ।
সভায় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, সেনাবাহিনীর মেজর শোয়েব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের সভাপতি বাবু নিরঞ্জন দাস ও সাধারণ সম্পাদক বাবু উৎপল বসাক।
সভায় উপজেলার সব পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ