বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলনে কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সময়মতো ঋণ আদায়, নতুন গ্রাহক সংগ্রহ, নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল শহরের সি অ্যান্ড বি রোডের প্যাভিলিয়ন কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ।
এছাড়া উপস্থিত ছিলেন, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এস এম জাকির হোসেন ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান।
প্রধান অতিথি সঞ্জয় কুমার দত্ত বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভরসাস্থল। আন্তরিকতার সঙ্গে কাজ করলে খেলাপি ঋণ কমবে, ঋণ আদায় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ব্যাংকিং সেবা আর শুধু শাখা পর্যায়ে সীমাবদ্ধ নেই; প্রযুক্তির মাধ্যমে তা এখন গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
কেকে/ আরআই