সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
শিবচরে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
রফিকুল ইসলাম, শিবচর (মাদারীপুর)
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৩:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর থেকে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘন্টা সময় দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শিবচর পৌর এলাকার সোনালী মার্কেটে ইসকনের অফিসসহ সকল অফিস ২৪ ঘন্টার মধ্যে গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই শিবচরের টিএন্ডটি রোড এলাকার সোনালী মার্কেটে অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসেছে ইসকন। চট্টগ্রামে আইনজীবিকে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে ইসকনের অফিস গুড়িয়ে দেবার চেষ্টা করেন আলেম সমাজ। এসময় পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে ২৪ ঘন্টা সময় দেন। এরই মধ্যে ইসকনের সদস্যদের অফিস ত্যাগসহ সকল কার্যক্রম বন্ধ করার দাবী জানান। নির্ধারিত সময়ের মধ্যে অফিস গুটিয়ে না হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আলেম সমাজের লোকজন।

দেখা গেছে, টিএন্ডটি মোড় এলাকায় ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমন নামহট্ট মন্দির এর একটি সাইনবোর্ড সহ অফিস রয়েছে। বুধবার দুপুরে আলেমসমাজ ও সাধারণ মানুষ সাইবোর্ডটি খুলে ফেলে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ এর শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ বলেন, 'আমরা জানতে পেরেছি শিবচরে ইসকনের অফিস আছে। এখানে তাদের সদস্যরা থাকেন। এখান থেকে নানা সন্ত্রাসী কর্মকান্ড চালায় তারা। এর বিরোধিতা আমরা আগে থেকেও করে আসছি। আমরা শান্তিকামী মানুষ এখানে অবস্থান নিয়েছি। তবে পুলিশ প্রশাসন আমাদের কাছে ৩০ মিনিটের সময় চেয়েছেন। আমরা আশা করবো নির্ধারিত সময়ের মধ্যেই ইসকনের অফিস বন্ধ করা এবং এই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেবে।'

তিনি আরও বলেন, 'আমরা সময় দিয়েছি। এরই মধ্যে শিবচরে ইসকনের সকল কার্যক্রম, অফিস বন্ধ করে তাদের চলে যেতে হবে। তা নাহলে আমরা শান্তিকামী মানুষদের সাথে নিয়ে ওইসকল জায়গায় অবস্থান নেবো।'

জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোকতার হোসেন জানান, শিবচরে ইসকনের একটা অফিস আছে। আলেম সমাজের লোকজন এসেছিল। ইসকনের ৩ জন লোক ছিল। তাদের বাড়ি শরিয়তপুর। তাদের চলে যেতে বললে, তারা চলে যায়। অপ্রীতিকর কিছু ঘটেনি।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  ইসকন   ২৪ ঘন্টার আল্টিমেটাম   মাদারীপুর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নেত্রকোণায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close