ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর দক্ষিণ পাড়ায় ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন। বরপক্ষ পৌঁছানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর গ্রামের জুলু মিয়ার মেয়ের সঙ্গে একই গ্রামের প্রবাসী যুবক মৃত নুরু মিয়ার ছেলে সাইফুলের বিয়ে ঠিক হয়। বিয়ের আয়োজনও সম্পন্ন হয়েছিল, কনে পক্ষের প্রায় ২০০ জন অতিথিকে আপ্যায়ন করা হয়। কিন্তু প্রশাসন এ সময় ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কনের পিতা লিখিত মুচলেকা দেন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না।
অভিযানকালে ছলিমাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই