পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরে এ কর্মসূচি পালিত হয়।
বাহিরগোলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি রবিউল ইসলাম, মুফতী মোবাশ্বের আহমেদ, সহ-সেক্রেটারি রাফিউল ইসলাম সোহেল, অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ মিয়া, পৌর সভাপতি হারুন অর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াজ।
সমাবেশে বক্তারা বলেন, ‘জনগণের ভোটাধিকার সুরক্ষায় অনতিবিলম্বে পিআর পদ্ধতি চালু ও রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার আনা জরুরি। পাশাপাশি, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।’
তারা আরও বলেন, ‘দেশে যেসব অপরাধী ও খুনি এখনও বিচারের বাইরে রয়েছে, তাদের দ্রুত দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে।’
কেকে/ এমএ