গাজীপুরে মোহাম্মদিয়া গ্রুপের দুইটি পোশাক কারখানা— এমজি নীট ফ্লেয়ার ও এমজি ফ্যাশন সোয়েটার লিমিটেডের ৫৭ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কারখানার গেইট থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।
অপারেটর মতিউর রহমানসহ কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, ‘২০২৪ সালে সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও এখনো তা কার্যকর করেনি কর্তৃপক্ষ। নিয়ম মেনে চাকরি ছাড়লেও পাওনা শোধ করা হয় না। নারী শ্রমিকরা মাতৃত্বকালীন বঞ্চিত হন তাদের পাওনা থেকে।’
এছাড়া সময়মতো বেতন শোধ হয় না বলেও তারা অভিযোগ করেন। এসব দাবির প্রেক্ষিতে গত ৩১ আগস্ট কারখানা ছুটি দিয়ে গেইটে লে-অফের নোটিশ টানানো হয়। এর পর দিন ১ সেপ্টেম্বর ৫৭ শ্রমিককে সাময়িক বরখাস্ত করে তাদের ছবি ও নামের তালিকা নোটিশ আকারে ঝুলিয়ে দেওয়া হয় এবং প্রত্যেককে পৃথক চিঠি দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদেই শ্রমিকরা বিক্ষোভে নামে।
অন্যদিকে মোহাম্মদিয়া গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “কারখানায় বেআইনিভাবে কাজ বন্ধ করে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ৫৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত সময়ে তারা বরখাস্তের চিঠির জবাব দেয়নি। বরং দলবদ্ধ হয়ে অন্য শ্রমিকদের উসকানি দিচ্ছে। তাই, শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, “আমরা কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। কর্তৃপক্ষ বলছে, শ্রম আইন মেনেই বিষয়টির সমাধান করা হবে। শ্রমিকরা বলছে, ৫৭ শ্রমিকের যাবতীয় পাওনা শোধ করতে হবে।’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। আমরা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।”
কেকে/ এমএ