গাজীপুরের শ্রীপুর পৌর শহরে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অপরিকল্পিত নগরায়ন ও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প সময়ের বৃষ্টিতেই প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে থাকে। ফলে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, দোকানদার ও পথচারীরা।
ভারী বর্ষণে শ্রীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও শহরের বাজার এলাকাগুলোতে তীব্র জলজট দেখা দেয়। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার বা উন্নয়নের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না পেয়ে রাস্তায় জমে থাকে।
পৌর শহরের বাসিন্দা মিজানুর রহমান বলেন, “একটু বৃষ্টি হলেই পুরো বাজার এলাকা পানির নিচে তলিয়ে যায়। দোকানে পানি ঢুকে ব্যবসায়ে ক্ষতি হচ্ছে। অনেক সময় বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তি দ্বিগুণ হয়ে দাঁড়ায়।”
শিক্ষার্থী ও অফিসগামী লোকজনও চরম দুর্ভোগে পড়ছেন। অনেকেই বলেন, ‘হাঁটু পানি ভেঙে স্কুল, কলেজ বা কর্মস্থলে যেতে হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।’
শ্রীপুর পৌরসভার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা বহু পুরোনো ও অপর্যাপ্ত। নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা থাকলেও বরাদ্দ সংকটে তা বাস্তবায়ন হচ্ছে না।
স্থানীয় নাগরিকদের দাবি, দ্রুত ও কার্যকর উদ্যোগ নিয়ে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে, যাতে আগামী দিনে এমন দুর্ভোগ আর না হয়।
কেকে/ এমএ