গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দ্রা মাটিকাটা রেলগেট এলাকায় বনভূমি দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট কাউসার আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন৷
অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অংশ নেয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল বনভূমি দখল করে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। তবে অভিযানের মাঝপথে উপজেলা নির্বাহী কর্মকর্তা উচ্ছেদ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাউসার আহম্মেদ বলেন, ‘দখলদারদের কিছু সময় দেওয়া হয়েছে, যেন তারা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেন।’
এর আগে ৫ আগস্ট বন বিভাগ পূর্ব চান্দ্রা সরকারবাড়ি ও এপেক্স লেনঞ্জারি কারখানা এলাকায় অর্ধশত দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদ করে। উচ্ছেদের ১ সপ্তাহ আগে থেকেই এলাকায় মাইকিং করে দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল।
কেকে/ এমএ