শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউএসজিএস এর তথ্য অনুসারে, কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১১ কিলোমিটার (৬৯ মাইল) পূর্বে ভূপৃষ্ঠের ৩৯.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
এর আগে জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় প্রশান্ত মহাসাগর জুড়ে চার মিটার উঁচু সুনামি শুরু হয় এবং হাওয়াই এবং জাপানের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
২০১১ সালে জাপানে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে এবং ১৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়। জুলাই মাসে জাপানের কর্তৃপক্ষ প্রায় ২০ লাখ মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।
কেকে/ আরআই