গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা।
রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় বিকাল ৩টায় সময় অজগরটি রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
পিরজালী ময়দাপাড়া নিবাসী সাপুড়ে নাজিম বলেন, ‘অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভিতর দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সকাল ৯টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরে নিয়ে আসি। পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।’
কেকে/ এমএ