ঠাকুরগাওয়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন, কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) টিমের আয়োজনে ঠাকুরগাও সোনার বাংলা রিসোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম সায়েদুজ্জামান, গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের রিয়েক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, প্রজেক্ট কর্মকর্তা সৈয়দ আহম্মেদ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বালক-বালিকা, মসজিদের ইমাম, কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহীতা ও সেবা দাতারা অংশ নেন।
সভায় কমিউনিটি ক্লিনিকের নানা সমস্যা ও তার সমাধান, কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়ন, জরুরি সেবা ও আপদকালীন সেবার নানা দিক নিয়ে আলোকপাত করা হয়।
কেকে/ এমএ