চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে কেডিকে ইউনিয়নের সাধারণ কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সার ডিলার আরাফান কবির খয়েরহুদা গ্রামের কাসেম মল্লিকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।
মানববন্ধনে কৃষকরা বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরাফান কবিরের অনিয়ম ও দুর্নীতি সীমাহীন। সে কৃষকদেরকে সার না দিয়ে দুর্নীতির মাধ্যমে গুদামজাত করে ত্রিম সংকট তৈরি করছে। এরপর সেই সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে। এর ফলে কৃষকরা তাদের জমির ফসল উৎপাদন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সার ডিলারের এই অনিয়মের প্রতিবাদ করার কারণে গত সোমবার খয়েরহুদা গ্রামের মৃত আজিজ মন্ডলের ছেলে কাঁকন রেজাকে (২৬) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আরাফান কবিরের বিরুদ্ধে। এ কারণে এ অঞ্চলের কৃষকদের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।’
এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক কাকন রেজা বলেন, ‘আমি একজন প্রান্তিক কৃষক। অতি কষ্ট করে আমি ফসল আবাদ করেছি। আমার ফসলের জন্য সারের প্রয়োজন হওয়ায় গত সোমবার গ্রামের সার ডিলার আরাফান কবীরের কাছে সার কিনতে যায়। আমি দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে থাকলেও সে আমাকে সার না দিয়ে পরে আসতে বলে। আমি পুনরায় তার কাছে সার নিতে গেলে সে সরকার নির্ধারিত মূল্য টিএসপি ৫০ কেজির বস্তা ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে সে আমার কাছে ২ হাজার ১০০ টাকা দাবি করে। আমি এর প্রতিবাদ করলে সে আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এছাড়া, সে আমাকে বলে তুই বিএনপি করিস, তোর কাছে কখনো আর সার বিক্রি করব না। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।’
কৃষক আলী আকবর বলেন, ‘সার ডিলার আরাফান কবীর কৃষকদের সার না দিয়ে গুদামজাত করে রাখে। পরে কৃত্রিম সংকট তৈরি করে আবার কৃষকদের কাছে ওই সার সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করে। তার দুর্নীতির প্রতিবাদ করতে গেলে সে তার গুন্ডাবাহিনী দিয়ে কৃষকদের উপরে হামলা করে।’
মানববন্ধনে কৃষকরা বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরফান কবিরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ও ডিলারশিপ বাতিলের দাবিতে আজ আমাদের এ মানববন্ধন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি রাখব, সাধারণ কৃষকদের চিন্তা করে এ রকম অনিয়ম ও দুর্নীতিবাজদের সার ডিলারশিপ বাতিল করে কৃষকদের পাশে দাঁড়াবেন।’
কেকে/এমএ