লালমনিরহাটের হাতীবান্ধায় ৭২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হল রুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) দেবব্রত, উপজেলা কৃষি অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শওকত হোসেন, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, জামায়াত নেতা আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাতীবান্ধা শাখার সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ বর্মন।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শামীম মিঞা শান্তি-শৃঙ্খলার মাধ্যমে উৎসবমুখর পরিবেমে আসন্ন দুর্গাপূজা উদযাপনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
কেকে/ এমএ