শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংখ্যালঘু নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহ্ববায়ক আনোয়ার হোসেন (ভিপি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের গড়কান্দা এলাকায় উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন ভিপি বলেন, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজিত আলোচনা সভায় আমি শেরপুর ২ আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক সংগ্রাম, সাফল্যের ইতিহাস তুলে ধরি। এক পর্যায়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব দুলাল চৌধুরী সাহেবকে নিয়ে কথা বলতে গেলে নামের শেষে হিন্দু ও সংখ্যালঘু কথাটি মনের অজান্তেই ভুলে বলে ফেলি। বক্তব্যের ঐ অংশটুকু কেটে প্রচারের পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটি মহল।
বিষয়টি অবগত হওয়া মাত্রই আমি আমার নিজস্ব ফেসবুক আইডিতে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপনসহ সনাতন ধর্মাবলম্বীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি।
তিনি আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার রাজনৈতিক অতীত ইতিহাস ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য বক্তব্যটিকে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে বিভাজন করতে মরিয়া হয়ে উঠেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক না কেন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমার কোন বিভাজন সৃষ্টি হবে না কারণ আমি কখনো তাদের অসম্মান করি না।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্ববায়ক ইউনুস আলী দেওয়ান, ইসমাইল হোসেন, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্ববায়ক আলী আকবর চান্দু, মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্ববায়ক জাহিদ হোসেন রোমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদারসহ উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেকে/বি