শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
প্রধান শিক্ষক ছাড়াই চলছে কালাইয়ের ১৯ প্রাথমিক বিদ্যালয়
কালাই, (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯টিতে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষকের শূন্য পদের কারণে সিনিয়র সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। যার ফলে দাপ্তরিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানেও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতির কারণে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেক অভিভাবকও সন্তুষ্ট নন। 

জানা যায়, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষাব্যবস্থায় এখন চরম সংকট। ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯টিতেই নেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক। এতে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান উভয়ই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে সহকারী শিক্ষকদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে।

কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে যায, উপজেলায় মোট ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র ৩৫টিতে প্রধান শিক্ষক আছেন। বাকি ১৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে ১৯ জন সহকারী শিক্ষককে ‘চলতি দায়িত্ব’ অথবা ‘ভারপ্রাপ্ত’ হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান একসঙ্গে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই শিক্ষকরা। প্রধান শিক্ষক পদে স্থায়ী নিয়োগ বা পদোন্নতি না হওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া, জাতীয়করণ হওয়া কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ নিয়ে উচ্চ আদালতে মামলা চলায়ও এই সংকট আরও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোন শৃঙ্খলা থাকে না। শিক্ষককরা নিজের ইচ্ছা মতো চলেন। বিদ্যালয়ের দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। একজন শিক্ষককে একইসঙ্গে ক্লাস নেওয়া এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে, যা পাঠদানের মানকে ক্ষতিগ্রস্ত করছে। এতে শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’

বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মাসুদ হেলালী বলেন, তার বিদ্যালয়ে ১৩৬ জন শিক্ষার্থী আছে। তিনি একইসঙ্গে শিক্ষকতা ও প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করছেন। এতে দুই দিকেই সমস্যা হচ্ছে।

বিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, আমাকে দাপ্তরিক কাজের পাশাপাশি প্রতিদিন ক্লাসও নিতে হচ্ছে। একটি কাজ করতে গেলে অন্যটি জমে যায়। এতে চরম চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। 

কয়েকজন অভিভাবক বলেন, ‘জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি। শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না।’

এ বিষয়ে কালাই উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রাশিদুল আলম বলেন, ‘২০১৭ সাল থেকে নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, খুবই শিগগিরই সমস্যার সমাধান হবে।’

কেকে/ এমএ
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close