রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দিবে, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে ধ্বংস করে দিবে—এমন হুমকি দেওয়ার অভিযোগে দলের নির্দেশে মাসুদ রানাকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কার করেন উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন। এ ঘটনায় সদ্যবহিষ্কৃত ও বীমা কর্মী মাসুদ রানা উপজেলা কৃষকদলের সভাপতিকে প্রাণনাশের হুমকি দেন।
জানা যায়, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টায় পৌরশহরের মৌচাক হোটেলের সামনে মাসুদ অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইনকে। এ সময় তিনি বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেন। এছাড়া বিএনপি দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন মাসুদ।
এদিকে, উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর মাসুদ রানার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মোশারফ বলেন, দলের নির্দেশে তাকে বহিস্কার করা হয়েছে। মাসুদ রানা বহিষ্কারের পর তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তবে মাসুদ রানা দাবী করেন, তিনি এখনো কৃষকদলের সহ-সভাপতি পদে বহাল আছেন।
এদিকে তিনি নিজেকে শপদে বহাল দেখিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। এ নিয়ে দলের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে।
কেকে/ আরআই