নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে আলোচনা সভার আয়োজ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ৪৭ নওগাঁ- ২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, ‘যত দিন বাঁচবো খালেদা জিয়ার সাথেই বাঁচবো, তারেক রহমানের সাথেই বাঁচবো, বাংলাদেশীদের সাথে বাঁচবো।’
এমআর মোস্তফার সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র, বিএনপির সাবেক আহ্বায়ক মো. আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
সভায় বক্তারা দলের গৌরবময়, ইতিহাস ঐতিহ্য, সংগ্রাম সাফল্য তুলে ধরে দলকে সুসংগঠিত করতে আগামীর করণীয় সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানান ।
পরে নজিপুর পাবলিক মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেকে/ এমএ