কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে হাজারো মানুষের ঢল নেমেছিল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে। শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহাসমাবেশে সর্বস্তরের জনগণ এক কণ্ঠে দাবি তুললেন- বাঙ্গরা বাজার থানাকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায়-বাণিজ্য ও সংস্কৃতিতে বাঙ্গরা বাজারের দীর্ঘদিনের অবদান থাকলেও প্রশাসনিক সুবিধার ঘাটতিতে এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন থেমে আছে। তাই জনগণের স্বার্থে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজারকে উপজেলা করা সময়ের অনিবার্য দাবি।
সভায় সভাপতিত্ব করেন কমল সরকার। বক্তব্য দেন শিক্ষানুরাগী ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার, রাজনীতিবিদ কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা বেগম, রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক, বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন, এমকেআই জাবেদ, তানভীর সরকার ও হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।
গোলাম কিবরিয়া সরকার বলেন, ‘বাঙ্গরা বাজার শিক্ষা-সংস্কৃতি ও বাণিজ্যে বহু আগেই উপজেলায় উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে মানুষ বঞ্চিত হয়ে আসছে। এ দাবি বাস্তবায়ন হলে শুধু স্থানীয় নয়, সমগ্র কুমিল্লা অঞ্চলের উন্নয়ন নতুন গতি পাবে।’
সমাবেশে উপস্থিত জনতার একবাক্যে প্রত্যাশা- সরকারের পক্ষ থেকে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
কেকে/ এমএ