পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৮:৩৫ পিএম

ছবি: প্রতিনিধি
পাবনার আটঘুরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মসজিদে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছাত্র-ছাত্রীরা হামদ ও নাত পরিবেশন করে। এরপরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন। আলোচনায় অংশ নেন সিনিয়র শিক্ষক মো. আব্দুস সবুর খান, মো. মিজানুর রহমান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শিক্ষক মো. আমিরুল ইসলাম ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
কেকে/ এমএ