বাংলাদেশ হিজবুর রাসূল (স.) কমিটি রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জশনে জুলুস মিছিল করেছেন স্থানীয় সুন্নী মুসলমানরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ থানা ভবন এলাকা থেকে পিতলগঞ্জের আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত মিছিল শেষে মহানবী হজরত মুহাম্মদের (স.) জীবনীর উপর আলোচনা করেন বক্তারা।
মিছিলে নেতৃত্ব দেন ইমামী রাব্বানী দরবার শরীফের পীর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদূর শাহ মোজাদ্দেদী আল আবেদী।
নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আক্তারুজ্জামান মোল্লা। সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিজবুর রাসূলের (স.) রূপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেম হোসেন মুসা, হাসান মোল্লা, মোমেন মিয়া, ফারুক মিয়া, গোলাম কিবরিয়া ভূঁইয়া, এবিএস মাদানী ডেভলপারের চেয়ারম্যান তাওহিদ মিয়া।
এ সময় বক্তারা বলেন, ‘সৃষ্টিকূলের সেরা ঈদ আমাদের নবী ও রাসুল হজরত মুহাম্মদের (সা.) জন্মদিনের ঈদে মিলাদুন্নবী। রাসুলের (স.) জীবনের আদর্শ সমাজে বাস্তবায়নই আমাদের লক্ষ্য।’
কেকে/এমএ