ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভির বারী হামিম নেতা ফজলুর রহমানের বিষয় কথা বলেছেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। তিনি তার চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন। যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের জেরে তাকে দল থেকে শোকজ করা হয়েছে।
সম্প্রতি এক টকশোতে ফজলুকে নিতে হামিম বলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান আজকে বিএনপিতে এসেছেন, দু-তিনবার দল থেকে এমপিও হয়েছেন, এর আগে তিনি আওয়ামী লীগেরও এমপি ছিলেন। তিনি ৫ আগস্টকে ছোট করেছেন। তিনি বলেছেন- ৫ আগস্ট কালো শক্তি।
তিনি বলেন, ফজলুর মতো লোকেরা ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করছেন, হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত। আমি বিএনপিকে ধন্যবাদ জানায় যে, তাকে দল থেকে শোকজ করা হয়েছে। আমি আশা করব তাকে যেন বহিষ্কার পর্যন্ত করা হয়।
কেকে/এআর