উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোংলা পৌর বিএনপির আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জুলফিকার আলী বলেন, ‘বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণমানুষের আন্দোলনের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিলেন, আজও আমরা সেই আদর্শ বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। এই দীর্ঘ সংগ্রামের পথ সহজ নয়। কিন্তু নেতাকর্মীদের ঐক্য ও সাহস থাকলে আমরা অবশ্যই বিজয়ী হবো।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেকে/এমএ