বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি, পৌর ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে বুধবার (৩ সেপ্টম্বর) সকালে র্যালিটি সরকারি ইসলামপুর কলেজ মাঠ থেকে শুরু হয়ে থানা মোড় বটতলায় গিয়ে শেষ হয়।
র্যালিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, এএসএম আব্দুল হালিম, ইসলামপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, সেচ্চাসেবক দল, যুবদল, শ্রমিক দল, ১২টি ইউনিয়ন থেকে বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন।
কেকে/এমএ