মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে।
নিহত আলিফ সরদার শিবচর পৌর এলাকার যাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে আলিফ স্কুল ছুটি শেষে বাড়িতে আসে। এরপর সে নাস্তা খেয়ে বন্ধুদের সাথে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পা পিছলে আলিফ পানিতে পড়ে যায়। এ সময় তার সাথে থাকা অন্য বন্ধুরা সাঁতার না জানায় আলিফকে উঠাতে না পেরে দৌঁড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন আলিফকে পানির নিচ থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এম এ আজাদ জানান, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমরা শিশুটিকে মৃত ঘোষণা করি। হাসপাতালের আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাকিবুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ আরআই