গাইবান্ধার সাঘাটায় মোটা অঙ্কের অর্থ আদায়ের জন্য স্বামী আশিক মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগের প্রতিবাদে উপজেলার ওসমানের পাড়া সতিতলা (সাহেব বাজারে) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন- সতিতলা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেরেকুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আলী, আহসান হাবীব রাশেদ সহ আরও অনেকে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আশিক মিয়া (১৮) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরিব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে কাকুলীর মধ্যে গত বুধবার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় ২ লাখ ৩০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়। তবে অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে কাকুলীর অভিভাবকরা মানসিক সমস্যাগ্রস্ত মেয়েকে বিয়ে দেন। পরবর্তীতে পরিকল্পিতভাবে আশিক মিয়া ও তার স্বজনসহ মোট ৭ জনকে নির্যাতন করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে মিথ্যা ধর্ষণ মামলায় অভিযুক্ত করেন। পরে তাদের সাঘাটা থানায় হস্তান্তর করেন। এদিকে প্রাথমিক তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ ৬ জনকে ছেড়ে দেয়। কিন্তু মূল আসামি স্বামী আশিক মিয়ার বিরুদ্ধে অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং আশিককে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—স্বামী কীভাবে নিজের স্ত্রীকে ধর্ষণ করতে পারে?
এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, স্বামী আশিক সহ অজ্ঞাত ৪-৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। বতর্মানে উক্ত মামালাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
কেকে/ আরআই