লালমনিরহাটের হাতীবান্ধায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত আনোয়ার হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এদিকে তার মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা মেডিকেল মোড়ে অবরোধ করে বিচার দাবি করেন তারা।
মৃত আনোয়ার হোসেন উপজেলার সিংগিমারী এলাকার অহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি ইউক্যালিপ্টাস গাছ কাটাকে কেন্দ্র করে গত ১৭ আগস্ট প্রতিবেশী শহিদুল ইসলামের সাথে বিবাদ হয় আনোয়ার হোসেনের। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন আনোয়ার হোসেনকে রবিবার সকালে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা।
এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবার থেকে হামলাকারী ৪ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই দিন রাতেই প্রধান অভিযুক্ত শহিদুল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেপ্তারকৃতরা আদালত থেকে জামিনে মুক্তি পান।
এদিকে, রবিবার দুপুরে মৃত আনোয়ারের লাশ এলাকায় পৌছলে বিক্ষুব্ধ স্থানীয়রা লাশ নিয়ে বিচার দাবিতে হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় দীর্ঘ এক ঘন্টা মহাসড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকা পড়ে। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে গিয়ে ন্যায় বিচারের বিষয়টি আশ্বস্থ করলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, হামলার ঘটনায় ওই দিন তাৎক্ষনিক মামলা নিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই মামলা এখন হত্যা মামলা হিসেবে নেয়া হবে।
কেকে/ আরআই