তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ২:৪৩ পিএম

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল আজিজ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল আজিজ ওই গ্রামের এনসাব আলীর ছেলে।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু রায়হান হাজী জানান, কৃষক আব্দুল আজিজ পাওয়ারটিলা দিয়ে মাঠে মধ্যে কৃষিজমি হালচাষ করতেছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে খোজখবর নেয়া হচ্ছে।
কেকে/ এমএস