শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে গত ১ বছরে ৭১ হাজার ৭৮৫ ঘনফুট বালু জব্দ
৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:২৪ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১১:৩৭ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন রোধে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপসমুহ এনেছে সাফল্য। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, গত এক বছরে উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা, জরিমানা, বালু জব্দ, মোবাইল কোর্ট, অভিযান, বিভিন্ন দপ্তওে চিঠি প্রেরণ, চিহ্নিত স্থানে লাল পতাকা স্থাপন,  বাঁশের ব্যারিকেডের মাধ্যমে বালু সরবরাহের রাস্তা বন্ধ এবং মুচলেকা গ্রহণ ইত্যাদি। 

উপজেলা প্রশাসন জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা ৭১ হাজার ৭৮৫ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৪লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা, ৬টি মামলা, ১৫টি অভিযান, ৭টি মোবাইল কোর্ট ও একজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ। 

শনিবার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গলে ইজারাবিহীন বালুমহাল হতে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রাকৃতিক ভারসাম্য যেন কেউ নষ্ট না করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল নিরলসভাবে তৎপরতা চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় হতে আদ্যাবধি আমরা অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। 

শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় দেড়শ ফুট ঘনফুট বালু জব্দ করেছি। স্পটে গিয়ে বালু উত্তোলনকারীদেও না পাওয়ায় জরিমানা করতে পারিনি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমার নাম ভাঙিয়ে কিংবা অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে পরিবেশ-প্রাকৃতি বিনষ্ট করলে তিনি যেই হোননা কেনো কাউকেই ছাড় দেওয়া হবে না। সকল কুচক্রি/অসাধু মহলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে। 

ইতোমধ্যে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা, মুচলেকা, বালু জব্দসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আরো কঠোর পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসন তৎপর। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, শানিবার (৩০ আগস্ট) দুপুরে অবৈধভাবে স্থানীয় একটি ছড়া থেকে বালু উত্তোলন করতে গিয়ে স্থানীয় জনগণের তোপের মুখে পড়েন  পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান। পরে ইউএনও ইসলাম উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উত্তোলন করা প্রায় দেড়শ ঘনফুট হওয়া বালু জব্দ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনসহ থানা পুলিশের একটি টিম। 

এ ব্যপারে পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ বলেন, আমি বালুর ব্যবসা করি না এবং কোনোদিন জড়িতও ছিলাম না। আর আমার সাথে যে যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি সাংগঠনিক কাজে আমার কাছে এসেছিলেন, কোনো বালু ব্যবসার কাজে আসেন নাই। তবে আজ রাস্তা মেরামতের জন্য এখানে শ্রমিকরা অল্প বালু তুলেছিল। আমরা সেটি দেখতে গিয়েছিলাম। কয়েকজন ব্যক্তি এসে বাধা দেন। আমরা বিষয়টি বুঝে ওঠতে পারিনি, এই ছোট্ট বিষয়কে তথ্যবিভ্রাটের মাধ্যম বড়ভাবে দেখানো হচ্ছে। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, অভিযান চালিয়ে ১০০-১৫০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  আগস্ট   শ্রীমঙ্গল   বালু   জরিমানা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close