গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শাখা গণঅধিকার পরিষদ। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে হরিপুর উপজেলায় এই বিক্ষোভ মিছিল শেষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
হরিপুর উপজেলার গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন বলেন, তার নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জনের একটি মিছিল উপজেলার বটতলী থেকে শুরু হয়। মিছিলটি জাতীয় পার্টি অফিসের সামনে এলে কিছু বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় ভাঙচুর করে এবং অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।
তিনি আরও বলেন, জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রুপম আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় কিছু লোকজন জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশি উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
কেকে/ আরআই