বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      
নির্বাচন ও ইসি
ভুয়া তথ্য প্রতিরোধের বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে : সিইসি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:০৮ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ১:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পেশাদারত্ব ও নিরপেক্ষতাকে নির্বাচন কমিশনের (ইসি) ‘বটম লাইন’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। অনেক ক্ষেত্রে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভুয়া তথ্য প্রতিরোধের বার্তা সব জায়গায় পৌঁছে দিতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারত্ব ও নিরপেক্ষতা। প্রশিক্ষণ কার্যক্রমে বারবার এ বিষয়টি জোর দিয়ে উল্লেখ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান তিনি। বলেন, শিক্ষা ও প্রশিক্ষণ কখনো নৈতিকতার বিকল্প হতে পারে না। তাই নৈতিকতার মান অটুট রাখতে হবে।

যোগাযোগ ভেঙে পড়া মানেই সবকিছু ভেঙে পড়া উল্লেখ করে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় যেন বার্তা সঠিকভাবে পৌঁছে যায়, সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

নির্বাচন ঘিরে নতুন নতুন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক বা আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ তো আছেই। তবে এখন সোশ্যাল মিডিয়ার কারণে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) ছড়ানো হচ্ছে। এগুলো প্রতিরোধে নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে।

এএমএম নাসির উদ্দিন বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে যে অর্থ ব্যয় করা হয়, সেটিকে ব্যয় নয় বরং বিনিয়োগ হিসেবে দেখা উচিত। আপনি যখন স্বাস্থ্য বা শিক্ষায় টাকা খরচ করেন, আসলে সেটি বিনিয়োগ। একইভাবে প্রশিক্ষণে ব্যয়ও একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

যোগাযোগ ভেঙে পড়ার ঝুঁকির কথা উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অংশ নেওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানকার একটি ক্লাসের উদাহরণ দিয়ে সিইসি বলেন, কাগজে লেখা বার্তা যখন পর্যায়ক্রমে এক ব্যক্তি থেকে অন্যের কাছে পৌঁছায়, তখন মূল বার্তা বিকৃত হয়ে যায়। এভাবেই যোগাযোগ ভেঙে পড়ে, নির্বাচন প্রক্রিয়াতেও এ ঝুঁকি থাকে। তাই মনোযোগ দিয়ে শোনা ও সঠিকভাবে নোট নেওয়া খুব জরুরি।

এ সময় তিনি প্রশিক্ষকদের অনুরোধ করে বলেন, আইন-কানুন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধের দায়িত্বও গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ বার্তা প্রত্যন্ত গ্রাম, চরাঞ্চল, পাহাড়ি এলাকা—সব জায়গায় পৌঁছে দিতে হবে।

সিইসি বলেন, পেছনের সারিতে বসা প্রশিক্ষণার্থীরা প্রায়ই ঝিমায় বা ঘুমিয়ে পড়ে। এতে যোগাযোগ ভেঙে পড়ার ঝুঁকি থাকে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পেশাদারত্ব, নিরপেক্ষতা, জনপ্রিয়তা ও কার্যকারিতা—এসব বিষয় সামনে রেখে আমরা কাজ করতে চাই।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close