ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা বিএনপির আহ্বায়ক হলেন কামাল হোসাইন খান।
বুধবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পদ থেকে কামাল হোসাইন খানকে আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
তাকে শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি দলকে শক্তিশালী ও গতিশীল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে দল আশা করে।
কেকে/এজে