কৃষিজমি রক্ষায় সরকার শিগগিরই আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আমাদের হাতে সময় খুব বেশি নেই— আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই কৃষিজমি সুরক্ষা আইন পাস করা হবে। এর ফলে কৃষিজমি আর অন্য খাতে ব্যবহার করা যাবে না।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় ফার্মারস মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, শিল্প-কারখানা ও অন্যান্য অবকাঠামোর জন্য আলাদা জমি নির্ধারণ করা হবে। পাশাপাশি সড়ক অধিগ্রহণের ক্ষেত্রে জমির মালিকরা ন্যায্য ক্ষতিপূরণ পাবেন।
উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, সড়ক বিভাগ অধিগ্রহণকৃত জমির মালিককে তিনগুণ ক্ষতিপূরণ দিলেও এলজিইডি তা দেয় না। ভবিষ্যতে এলজিইডির প্রকল্পেও যেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তিনগুণ ক্ষতিপূরণ পান, সেটি নিশ্চিত করা হবে।
মিনি কোল্ড স্টোরেজ প্রসঙ্গে তিনি বলেন, শীতকাল থেকে গ্রীষ্মকালীন সবজি বাজারে আসা পর্যন্ত এক থেকে দেড় মাস সময় কৃষকরা সমস্যায় পড়েন। এ সময়ে সবজি সংরক্ষণের সুবিধা দিতেই মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, পরবর্তীতে সংখ্যা আরও বাড়ানো হবে। এতে কৃষক যেমন লাভবান হবেন তেমনি সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসা. ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ্ নূর, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই