মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল আমিন নামে এক শীর্ষ সন্ত্রাসি ও কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম শহরতলীর সিন্দুরখার রোড থেকে মাদক সম্রাটকে গ্রেফতার করে।
এসময় তার হেফাজতে থাকা ১ দেশীয় ধারালো অস্ত্র, ১টি ইলেকট্রিক শট ডিভাইস, ইয়াবা কারবারে ব্যবহৃত একটি জিক্সার মোটর সাইকেল, ২০৫ পিছ ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আল আমিন শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেলওয়ে কলোনীর বাসিন্দা মো. ফুল মিয়া ও সাহিদা বেগম এর ছেলে।
শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমান জানান, বুধবার সকালে অভিযান চালিয়ে সিন্দুরখান রোড এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০৫ ইয়াবা, দেশীয় ধারালো দা, ইলেকট্রিক শট ডিভাইস, ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকা এবং ইয়াবা কারবারে ব্যবহার করা একটি জিক্সার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদলু হক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক, সন্ত্রাসি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৮টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ৫বছরের সাজা আছে একটি। গ্রেফতারকৃত আসামি আল আমিনকে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার তদন্ত অফিসার এমদাদুল হক।
কেকে/ এমএস