হাতিয়ায় প্রকাশ্য দিবালোকে জেলেদের মাছ লুটে নেওয়া ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলরসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী এবং জেলেরা।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী উত্তর পাড় মাছ ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, সূর্যমুখী উত্তর পাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেনসহ সাধারণ জেলেরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের এ ঘাটটি ত্রিশ বছরের পুরাতন মৎস্য ঘাট। দীর্ঘদিনের এই বাজারের সাথে প্রায় দশ সহস্রাধিক ব্যবসায়ী জেলে শ্রমিক মাছ বেচা কেনার সাথে জড়িত। হঠাৎ একটি গ্রুপ এ বাজারকে বিলুপ্ত করার জন্য খালের দক্ষিণ পাশে একটি মাছ ঘাট চালু করে।
কিন্তু তাদের নৌকা ও ট্রলার না থাকায় তারা এ বাজারের দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নেয়। প্রতিদিন সাবেক এমপি মোহাম্মদ আলীর এজেন্ট আহসান, কাউন্সিলর রহমত, নিজাম এর নেতৃত্বে কয়েকজন জেলে নদী থেকে মাছ নিয়ে উত্তর ঘাটের উদ্দেশ্যে আসার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। থানা থেকে পুলিশ সদস্যরা এসে দুই ধাপে কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে।কিন্তু সন্ত্রাসীরা এখনো তা অব্যাহত রেখেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
এ বিষয়ে হাতিয়া থানা পুলিশ সদস্য এসআই মিনহাজুল আবেদীন জানান, থানায় অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে দেখা যায় উত্তর পাড়ের আড়তে ব্যবসায়ীদের মাছ নিয়ে আসার সময় বাধা দেওয়া হয়েছে। আমরা সেই মাছ নিয়ে যেতে সহযোগিতা করেছি। কেউ যেন কোন ঝামেলা না করে সে বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছি।
কেকে/এআর