কুড়িগ্রামের ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘরসহ চারটি গবাদিপশু পুড়ে ভস্মীভূত ও পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের স্বপ্ন।
রোববার (২৪ আগস্ট) ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরামসেন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,রোববার ভোর সাড়ে চারটায় কৃষক শামসুল হকের গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের উত্তাপ বেশি থাকায় কেউ গোয়াল ঘরে ঢুকতে না পারায় বেঁধে রাখা তিনটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘরসহ গবাদিপশু গুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় শামসুল হকের বসতবাড়ির অন্যান্য ঘর আগুনের কবল থেকে রক্ষা পায়।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলি। আমরা পৌঁছানোর আগেই গোয়াল ঘর ও গবাদি পশুগুলো পুড়ে গেছে। গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, শামসুল হক একজন গরীব কৃষক। প্রশাসনকে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে।
কেকে/ এমএস