বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অন্যতম আসামি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান খন্দকারকে চাঁদপুর সদর থেক গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরমান খন্দকারকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত আরমান পৌর শহরের পূর্ব টেংরি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলার আসামি আরমান দীর্ঘদিন চাঁদপুর জেলায় আত্মগোপনে ছিলেন।
সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করে আসছিলেন আরমান । গোপন সংবাদের ভিত্তিতে এবং উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করেন।
কেকে/এএস